দোহারে দশ জুয়াড়িকে আটক

908
দোহারে দশ জুয়াড়িকে আটক

ঢাকা জেলার দোহার উপজেলায় দশ জুয়াড়ি’কে আটক করেছে দোহার থানা পুলিশ।দোহার উপজেলার নারিশা ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে জানা যায়,গত রবিবার নারিশায় অবস্থিত মৃধা মার্কেটের একটি খালি কক্ষে ভাড়াটিয়া খালেকের রুমে নগত ৮,৮৬০ টাকা ও দুই সেট (প্লেডিং কার্ড)তাস্ সহ তাদের আটক করা হয়।তারা হলো দোহার উপজেলা ঝনকি নিবাসী আনোয়ার(৪১)পিতা শুকুর বেপারি,মেঘুলা নিবাসী দেলোয়ার(৪০)পিতা হাশেম,নারিশা নিবাসী জয়নাল(৫০)পিতা আমির শেখ,বানাঘাটা নিবাসী আরমান(২২)পিতা আব্দুর রাজ্জাক,নারিশা নিবাসী শাহাদাৎ হোসেন(৫২)পিতা আলী আহম্মদ,মেঘুলা নিবাসী জাফর(২৮)পিতা শামসু,নারিশা নিবাসী অলি আহম্মেদ(৪০)পিতা আইয়ুব আলী মীর,নারিশা নিবাসী সেলিম(৪৫)পিতা লাল মিয়া বেপারি,নারিশা নিবাসী আবুল হাশেম(৫৫)পিতা মৃত মদন খলিফা,নারিশা পশ্চিম চর নিবাসী খলিলুর রহমান(৫৫)পিতা মৃত কিয়ামুদ্দিন বেপারী নামে এই দশ জন জুয়াড়ি’কে আটক করে দোহার থানা পুলিশ।

পরে রাত ৮:৩৫ মি:এ তাদের বিরুদ্ধে ১৮৬৭ সনের জুয়া আইনের ৪ ধারা মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।যার মামলা নং-০৩(০৭)১৭ খ্রি: ধারা-১৮৬৭ সনের জুয়া আইনের ৪ নংধারা।

দোহার থানা এস আই ইমরুল হক জানায়,তারা অনেক দিন যাবত ওই ভাড়া নেওয়া রুমে টাকার বিনিময়ে তাস খেলতো।এমনই একটি পূর্ব গোপন সংবাদের ভিত্তিতে তদন্তের মাধ্যমে আসামিদের নগত টাকা ও দুই সেট তাস্ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।পরে তাদের উপযুক্ত শাস্তির জন্য বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

আপনার মতামত দিন