দোহারে ডাকাতের হামলায় দুইজন গুলিবিদ্ধ

1

শরিফ হাসান/ মো আল-আমিন: ঢাকার দোহার উপজেলার দেবীনগর নদীরপাড় এলাকায় ডাকাতির সময় ডাকাতদলের গুলিতে দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মো. হোসেন আলী (৪০) ও মো. মাসুদ (১৭)।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে রাত সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধ মাসুদের বড় ভাই জাকির আলী জানান, “রাতে আমাদের বাসা থেকে দুই-তিন বাড়ি পরেই ডাকাতির ঘটনা ঘটে। চিৎকার শুনে আমরা ১০-১২ জন বেরিয়ে আসি। তখন ডাকাতরা আমার ভাই মাসুদ ও প্রতিবেশী হোসেন আলীকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।”

তিনি আরও জানান, মাসুদের শরীরে আট-দশটি গুলি লেগেছে এবং হোসেন আলীর শরীরেও গুলির চিহ্নসহ ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, দোহার থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুইজন এসেছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। পুলিশ ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে।

আপনার মতামত দিন