কার্তিকপুর ও বাহ্রায় মোবাইল কোর্ট ও ভ্রাম্যমান আদালতের অভিযান 

194
কার্তিকপুর ও বাহ্রায় মোবাইল কোর্ট ও ভ্রাম্যমান আদালতের অভিযান 

আজ সোমবার (৩১শে আগষ্ট)বিকাল ৫:০০ ঘটিকায়,কার্তিকপুর ও নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা ঘাট এলাকায় মোবাইল কোট পরিচালনা করা হয়েছে। মহামারী করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্ক পড়া বাধ্যতামূলক নিশ্চিত করার লক্ষ্যে এবং মোটর সাইকেল আরোহীদের ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল এর প্রয়োজনীয় কাগজ পত্র না দেখাতে পারায় জরিমানা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। মটর বাইক চালকদের মৃত্যু ঝুকি এরাতে এ অভিযান চালানো হয়। এই সময় জ্যোতি বিকাশ চন্দ্র  বলেন, দোহারে বেশিরভাগ বাইকারগণ হেলমেট  ব্যবহার করেন না।  এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এতে রাস্তায় দূর্ঘটনায় জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। এ  অভিযান ২৯শে আগষ্ট থেকে শুরু হয়ছে এ অভিজান চলমান থাকবে বলে তিনি সকল বাইক চালকদের সতর্ক করেন। এ সময় ৬ টি মামলায় ১৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন দোহার থানা পুলিশ ফোর্স।

আপনার মতামত দিন