ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের নমুনা সংগ্রহে দুই টিমের কাজ একাই করছে এক টিম। নবাবগঞ্জে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহে দুই টিম এক সাথে কাজ শুরু করলেও পরবর্তী সময়ে নমুনা সংগ্রহাকারী টিমের এক সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হলে আইসোলেশনে পাঠানো হয় সেই টিমের সদস্যদের। ফলে একটি মাত্র নমুনা সংগ্রহকারী টিম দিয়েই চলছে নবাবগঞ্জ করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ। টেকনিক্যাল লোকের সংখ্যা নির্দিষ্ট হওয়ায় নতুন করে কাউকে নিয়োগও দিতে পারছে না উপজেলা প্রশাসন।
এই ব্যাপারে নিউজ৩৯ কথা বলে নবাবগঞ্জ উপজেলা রোগ নিয়ন্ত্রন বিভাগের মেডিকেল অফিসার ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা হরগোবিন্দ সরকার অনুপের সাথে। নিউজ৩৯কে তিনি বলেন, দুই টিম কাজ করায় আমাদের উপর চাপ তুলনামুলক ভাবে কম ছিল। কিন্তু এক টিমের এক সদস্য করোনা আক্রান্ত হওয়ায় আমাদের একটা টিমকে হোম আইসোলেশনে নিতে হয়েছে। ফলে এক টিমের উপর দুই টিমের কাজের চাপ চেপে বসেছে। ফলে এই টিমটি বিশ্রামের সুযোগও পাচ্ছে না। আমরা যে নতুন কোন টিম তৈরি করবো, টেকনিক্যাল পারদর্শী লোকের অভাব ও নিয়মের কারনে সেটাও করতে পারছি না। এখন আসলে আমাদের কাছে আর কোন উপায় নেই। ঐ টিমের সদস্যরা সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের এই এক টিম দিয়েই কাজ করে যেতে হবে।