স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশের ৩০০টি নির্বাচনী আসনে পানি সরবরাহ ও স্যানিটেশনের জন্য একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ঢাকা জেলার দোহার-নবাবগঞ্জ উপজেলায় গভীর নলকূপ সরবরাহ করা হবে।
বেগম পিনু খানের (মহিলা আসন-২৩) সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার বিভাগের এলজিইডি’র বিভিন্ন পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের চলতি অর্থ বছরে ঢাকা জেলা দোহার-নবাবগঞ্জ উপজেলায় ২ দশমিক ৬৯ কিলোমিটার সড়ক উন্নয়ন ২৩ দশমিক ৭৩ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ এবং ১টি বাজার উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এছাড়া নবাবগঞ্জ উপজেলায় ২৬ কিলোমিটার সড়ক উন্নয়ন ২৯ দশমিক ১৩ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ ১৩৫ দশমিক ১৫ মিটার ব্রিজ/কালভার্ট নির্মাণ এবং ১টি বাজার উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও মন্ত্রী জানান।

আপনার মতামত দিন