দোহারে ওলামা লীগের আনন্দ মিছিল ও মিস্টি বিতরন

522
দোহার ওলামা লীগ

জামায়াতের শীর্ষ নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপি. নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধ মামলায় ফাঁসির রায় বহালের ঘোষণার পর জয়পাড়ায় আনন্দ মিছিল এবং মিস্টি বিতরন করেছে দোহার উপজেলা আওয়ামী ওলামা লীগ। বুধবার বিকাল ৪:৩০ ঘটিকায় মিছিলটি থানার মোর থেকে শুরু হয়ে রতন স্বাধীনতা চত্তরে এক সংক্ষিপ্ত  সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সেখানে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী ওলামালীগের সভাপতি আতিকুর রহমান ফনু,দোহার থানা আওয়ামী ওলামালীগের সভাপতি মো:হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন দোহার উপজেলা ওলামালীগের অন্যান্য নেত্বীবৃন্দ। পরে মিস্টি বিতরনের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

আপনার মতামত দিন