দোহারে হত্যা ও বিদ্যুৎ স্পৃষ্টে ২ জনের মৃত্যু

293

স্টাফ রিপোর্টার
সোমবার মাহমুদপুর ইউনিয়ন এর চরপুরুলিয়া গ্রামে আসমা বেগম (৩৭) নামে এক গৃহবধুকে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ড ধামাচাপা দেয়ার উদ্দেশ্যে হত্যার পর নিহতকে এসিড দিয়ে পুরো মুখমণ্ডল ও দেহকে ঝলসে দিয়ে পার্শ্ববর্তী চরের পানিতে ফেলে দেয়া হয়। নিহতের স্বামীর নাম ইদ্রিস আলী। পারিবারিক কলহের কারণে এ হত্যা বলে প্রতিবেশীরা জানান। ইদ্রিস আলীর আরও এক স্ত্রী ঢাকায় থাকেন। ঈদ পালনের উদ্দেশ্যে তারা রবিবার বাড়িতে আসলে এ ঘটনা ঘটে। ইদ্রিস আলী ও তার আরেক স্ত্রী পলাতক রয়েছে।

অপর এক ঘটনায়  মাহমুদপুর ইউনিয়ন এর চরকুসুমহাটীতে নানা বাড়ী বেড়াতে এসে আল-আমীন (৭) নামে এক শিশু পানিতে ডুবে থাকা বিদ্যুৎ এর তারে স্পৃষ্ট হয়ে ও পানিতে ডুবে মারা যায়। আল-আমীনের পিতার নাম শেখ জব্বার। চরে পানি আসায় সেখানে কলা গাছের ভেলায় চড়তে গেলে এ দুর্ঘটনা ঘটে। আল-আমীন কে দোহার থানা স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত দিন