স্টাফ রিপোর্টার, নিউজ৩৯.নেট ♦ গত ১৮ এপ্রিল শুক্রবার বিকেল ৩.৩০ টায় জয়পাড়া কলেজ মার্কেটের ব্যাবসায়ীদের উদ্যোগে এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় কলেজ মার্কেটের সকল ব্যাবসায়ী অংশগ্রহণ করেন।
কলেজ মার্কেটের ব্যাবসায়ীদের মধ্য কসমেটিক্স দোকানদার ও ভ্যারাইটিস দোকানদার দুই দলে বিভক্ত হয়ে খেলে। এই খেলায় কসমেটিক্স দোকানদারদের ৩-১ গোলে হারায় ভ্যারাইটিস দোকানদাররা। খেলায় জয়পাড়া পূর্ব বাজার সমিতির সভাপতি সহ বিভিন্ন্য গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।