নবাবগঞ্জের সর্বপশ্চিমাঞ্চল কাশিয়াখালী-সোনাবাজু বেরীবাধ যেখানে ইছামতির উৎমুখ বন্ধ করে দেয়া হয়েছে, তবে নবাবগঞ্জের বিস্তীর্ণ অঞ্চল ভাঙ্গনের কবল থেকে রক্ষা পেয়েছে।
সেই বেরীবাধের পূর্বপাশের ছবি, শান্ত ইছামতি:
বেরীবাবাধের পশ্চিম পাশের ছবি:
ছবি তুলেছেন পারভেজ রবিন।
ছবি তোলার তারিখ: ২২ সেপ্টেম্বর, ২০১২।