প্রতি সপ্তাহের গল্পঃ প্রেতাত্তার লেখা গল্প

প্রতি সপ্তাহের গল্পঃ প্রেতাত্তার লেখা গল্প

লেখকঃ আসাদুর রহমান শিপন 

তুই আমার রুম থেকে বের হ বিভোড় , তানা হলে তোর খবর আছে । যত্তসব আবুল তাবুল প্যাচাল নিয়ে তোর আমার কাছেই আসতে হয় ছাগল । যা ভাগ ।

বিভোর মাঝে মাঝেই এইভাবে রাইসা কে ডিস্টার্ব করে , রাইসা এইধরনের মজা একদমই পছন্দ করে না । কোথা থেকে হটাৎ এসে ভয় দেখানো । আচ্ছা এটা কি ঠিক ??? তাই তো এইভাবে বকাবকি করে রাইসা বিভোরকে ।

বিভোর মুচকি হাসে , আর কিছু বলে না । সে চুপ করে লাইট বন্ধ করে দিয়ে বারান্দায় চলে যায়। বারান্দার দেয়াল ঘেসে বসে থাকে সে। বাইরে আকাশে চাঁদ নেই, ঘুটঘুটে অন্ধকার। কিন্তু রাস্তায় হলুদ বাতি জ্বলছে। এখন আর নিয়ন বাতি নেই । এখন ঢাকার রাস্তাগুলো আরও আলোকিত দেখায় কিন্তু বিভোরের মনে হয় এই ফ্লুরোসেন্টের বাতির আলোয় কি যেন নেই। নিয়নের মাঝে এক অদ্ভুত সৌন্দর্য ছিল যা ফ্লুরোসেন্টে পাওয়া যায় না। “আচ্ছা রাইসা কি ফ্লুরোসেন্ট হয়ে গেছে আর আমি নিয়ন হয়েই পরে আছি, সেই পুরাতন?” নাহ এখন এসব ভাবার সময় নেই। বিভোর দেয়ালে পিঠ রেখে বসে থাকে। একটা দুইটা রিক্সা যাচ্ছে।মাঝে মাঝে পাহারাদারের বাশির শব্দ বেজে উঠে , দূরে কোথাও দুই একটা কুকুর জোরে ডেকে উঠছে। হয়তো কোন এক অনাকাঙ্ক্ষিত আগন্তুককে দেখে চিৎকার করছে কুকুরগুলো।

লিমন প্রায় দিনের মত আজ আবারও বাইরে বের হয়েছে। ঘুটঘুটে অন্ধকার বাইরে। এই অন্ধকার রাত তার খুব পছন্দ। সবাই যখন ঘুমিয়ে পরে সে তখন সিগারেটের প্যাকেটটা আর ক্যামেরাটা নিয়ে বের হয়ে পরে। লিমন নিজের কোন ফটোশটের জন্ন্য নয় , হয়তো কোন নিঃস্ব বৃদ্ধের পাশে অথবা অসহায় একজন ছোট্ট শিশুর পাশে গিয়ে ছবি তুলে আর আসার সময় হাতে কিছু টাকা দিয়ে চলে আসে। কিন্তু কোন এক অদ্ভুত কারণে সে শুধুমাত্র রাতেরাধারে ঘোরাঘুরি করে আর কোন এক বিশেষ একজঙ্কে খুজে যার সে ছবি তুলবে। অচেনা অজানা কাউকে। যাকে না পেয়ে আজও এই অন্ধকার রাস্তায় একা একা হেঁটে বেড়ায় সে।

দিনগুলো পালটে গেছে মানুশ আর আগের মত নেই , সবাই কেমন যেন হিংস্র হয়ে গেছে । যে যাকে পারছে তেমন করে মারছে । সরকারি দল নির্বিচারে বিরোধিদল মারছে , আর বিরোধিদল গাড়ী পোড়াচ্ছে । কি হবে দেশটার ? নিজের সাথে নিজেই কথা বলতে থাকে লিমন। হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা পার হয়ে সরু একটা গলি দিয়ে বের হতেই একটা বড় রাস্তায় এসে পরল লিমন।

“দুই পয়সা আয় করনের মুরদ নাই, ঘরে বইসা খালি বাপ-মায়ের মাথা গিলস। কুত্তার বাচ্চারে কইলাম একটা গ্যারেজে যা, কাম কর। না, নবাবের ব্যাটা হইছে। ঠ্যাং এর উপর ঠ্যাং তুইল্যা খাইব। তোর বাপের নবাবী পাইছস। বাপ- দাদায় তো খানদানি সম্পত্তি রাইখ্যা গেছে। সবাই মরে আমি মরি না ক্যা। এই আজাতরে কোন পাপে যে জন্ম দিছিলাম কে জানে? তোর বাপের মত লম্পটই তো হবি আর কি হবি। বান্দী পাইছিল আমারে। বিয়া কইরা রাইখ্যা পালায় গেছে গা, আর রাইখ্যা গেছে তোর মত কুলাঙ্গাররে। এত কষ্ট কইরা ভাবলাম তোরে কিছু কাম শিখামু, টাকাও জমাইলাম কিন্তু তুই সব টাকা দিয়া জুয়া খেললি, মদ খাইলি। আরেহ কুত্তার বাচ্চা টাকা দেখছস জীবনে। এক টাকা কামাই করার মুরোদ আছে!…..

“ ঐ কত ট্যাকা লাগবো তোর?”, কামরুল ঠান্ডা মাথায় কথা বলে।

“এ্যাহ নবাবে ব্যাটার ঢং দেখো ……”

“আমি জিগাইছি, কত লাগবো তোর?”

“তুই ট্যাকা কই ত্থেকা পাবি?”

“তোর হেডি দিয়া কি কাম? কত লাগব?”

“৫০০ ট্যাকা আইনা দে। বাসায় বাজার নাই।”

“আইচ্ছা চুপ কইরা বইয়া থাক। নড়বি না। আর মুখ দিয়া একডা কথা বাইর যাতে না হয়।”

কামরুলের মা চুপ করে বসে থাকে। চোখ দিয়ে পানি পরতেছে তার। ছেলেটা তার খারাপ না। মদ জুয়া সে ছুঁয়েও দেখে না। কিন্তু ছেলেটা বেকার। অনেক চেষ্টা করেও কাজ খুঁজে পায় নি। ছোট বেলা থেকে মানুষের সাথে মিশতে পারে না। “মনু হারামি”র ছেলে শোনার ভয়ে বাইরে বের হত না। হালিমা মানুষের গালি, মাইর খেয়ে যা আয় করার নিয়ে আসত। কিন্তু কামরুল খুপরি থেকে বের হত না। কখনও ভুল করে বেড়িয়ে পরলে লিটন, ওপুরা তাকে ক্ষেপাত, আর সে প্রতিবাদ করলে সবাই মিলে তাকে পেটাত। কামরুল তাই আর কোনদিন দিনের বেলা খুপরির বাইরে বের হয় নি। আর তাই চাকরি কিংবা কাজ করার যোগ্যতাও তার হয় নি। আর সবচেয়ে অবাক করা বিষয় কামরুল কিভাবে যেন সকালে দেখতে পায় না ভালো করে, ঝাপসা দেখে কিন্তু রাতে ঠিকই সব কিছু তার কাছে পরিষ্কার। যত বেশি অন্ধকার তত তীক্ষ্ণ তার দৃষ্টি। আর তাই এখন যা করার সে রাতের বেলাই করে….

লিমন রাস্তা ধরে হাটছে । একা একা , রাস্তাটা একটু ফাকাই বটে । কিছুদুর হাটার পর হটাৎ মনে হলো কে জেনো তার পিছু পিছু হাটছে । পিছে ফিরে দেখে কেউ নেই , তবে কেউ আছে সেটা লিমন অনুভব করতে পারছে । আবার হাটা দেয় । কাধে হাত রাখে কেউ একজন , লিমন পিছু না ফিরে সে তার নিজের হাত দিয়ে কাধে রাখা হাতটা স্পর্স করে । হাত টা খুব শিতল , লোম গুলো খুব বড় বড় । এবার সে পিছে তাকায় , কিন্তু এবারো কিছু দেখাগেলো না । একটু ভয়ই পেয়ে গেলো বোধহয় ছেলেটা । আবার এগুলো , পকেট থেকে ১টা সিগারেট বের করে ধরালো । এবার সেই আগের অনুভব টা নাই , পিছনে আর কেউ নাই ।

অন্য খবর  মাহিন্দ্রের চাপায় ঝরে গেলে সরকারি পদ্মা কলেজের শিক্ষার্থীর প্রাণ

বিভোর বসে আছে বারান্দায় , আর ভাবছে রাইসা কি কখনো আমাকে বুঝবে না ? কখনই কি আমাকে ভালোবাসবে না ?

রাইসা বিভোরের ফ্রেন্ড । ফেসবুক থেকে পরিচয় । রাইসা বিভোরের চেয়ে কিছুদিন বড় । ৮মাস হয় ও ওর বয়ফ্রেন্ড কে খুজে পাচ্ছে না । বিভোর জানে না কি হয়েছিল , রাইসা এই ব্যাপারে ওকে আর কিছুই বলে নাই । আর একট জানে সেটা হলো রাইসার সাথে প্যারা নরমাল কিছু ১টা হয়েছিল । তারপর থেকে রাইসা বিভোরদের বাসায় থাকে মাঝে মাঝে ।

লিমনের হাতের সিগারেট শেষ । তার কিছুখন পর আবার মনে হলো পিছু কেউ হাটছে । এবার সুধু হাটাই না । পিছন থেকে ঢিল ছুরছে । এমা লাং দিয়ে ফেলে দিলো , পরে গেলো লিমন । মনে হচ্ছে কয়েকজন ওরা । লিমন কে এলোপাথারি মারছে কিন্তু সে কাউকে দেখতে পাচ্ছে না । মার খেয়ে অজ্ঞান হওয়ার অবস্থা প্রায় , এমন সময় দূর থেকে ১টা সাদা থ্রিপিস পরা ১টা মেয়ে ছুটে আসে লিমনের দিকে , এসে জরিয়ে ধরে লিমনকে । লিমন অবাক হয়ে যায় , এখন আর সে আঘাত পাচ্ছে না । মেয়ে টা লিমন কে ছেরে দেয় । তারপর সামনের দিকে হেটে যেতে থাকে ।

লিমন কিছুখন থেকে চুপ করে দারিয়ে থেকে মেয়েটার দিকে দৌড় দেয়

লিমনঃ শুনুন আপনি ।

আগুত্তক মেয়ে: জি ।

লিমনঃ আপনি কে ?

আগুত্তক মেয়েঃ আপনি এতো রাতে বাইরে কি করেন ? এতো রাতে বাইরে থাকা ভালো না ।

লিমনঃ আমি প্রায় রাতেই বের হই । এখান দিয়ে প্রায় হাটাহাটি করি ।

আগুত্তক মেয়েঃ হ্যা আমি আপনাকে আগেও দেখিছি । তবে আজ রাত টা ভালো না ।

লিমনঃ আজ রাতে কি ? আর আপনি কে ?

আগুত্তক মেয়েঃ আজ পূর্ন পূর্নিমার রাত । এই রাতে ভূত পেতের উৎপাত বেশি থাকে ।

লিমনঃ ধুর কি যে বলেন । ভুত পের বলতে কিছু আছে নাকি ?

আগুত্তক মেয়েঃ তাহলে যারা আপনাকে মারছিলো, তারা কারা ? আর আমিই বা কে ?

লিমনঃ হ্যা তাই তো , ওরা কারা ছিলো আর কেনো বা আমাকে মারছিলো ?

আগুত্তক মেয়েঃ তুমি হাটার সময় ওদের পাস দিয়ে হাটার সময় ধাক্কা দিয়েছিলা । তাই খেপে গিয়েছিল।

লিমনঃ তুমি কে ?

আগুত্তক মেয়েঃ আমি মুমু । আমিও ভুত । কিছুদিন আগে আমাকে মেরে ফেলেছে ।

লিমনঃ কি ? কেন তোমাকে মারছে ? কে মারছে ?

আগুত্তক মেয়েঃ ফ্রেন্ড এর বিয়ের অনুষ্ঠান শেষ করে রাতে বাসায় ফিরছিলাম । হটাৎ কোথা থেকে এক ছেলে এসে আমার গলায় গয়নায় হাত দিয়ে টান দেয় । আমি বাধা দিলে আমার গলায় ছুরি দিয়ে রগ কেটে ফেলে । আর আমি মারা যাই । তারপর থেকে আমি এখানে …………

লিমনঃ ছিনতাই কারি ছিল মনে হয় । আচ্ছা মরলে কি সব মানুশ ভুত হয় ?

আগুত্তক মেয়েঃ আরে না । যাদের জানাজা হয় না , অপমৃত্য এই সব ভুত হয় ।

লিমনঃ আচ্ছা তুমি খুব সুন্দর ছিলে তাই না ?

আগুত্তক মেয়েঃ কেন , এখন কি আমি সুন্দর নেই ?

লিমনঃ এখন ও সুন্দর । তবে জামা কাপর গুলো নোংরা । একটু পরিস্কার জামার আর চুল গুলো বাধলেই তোমাকে পড়ির মত লাগবে ।

আগুত্তক মেয়েঃ সারাদিন রাস্তায় রাস্তায় থাকি , সুতরাং জামাকাপর ময়লা হবেই । আর হা আমি দেখতে পরির মত , রাজপুত্রের মত ১টা ছেলে ভুত পেলেই পড়ীর দেশে গিয়ে হাজির হবো ।

লিমনঃ হা হা হা । মজা করো ?

আগুত্তক মেয়েঃ মোটেও না । আমি সত্ত্যি বলছি । সারাজিবন কি আর সবাই ভুত থাকে । যারা ভালো ভুত তারা জীন-পড়িদের দেশ কলংকপুরে যেতে পারে ।

কথা বলার এই পর্যায়ে মসজিদ থেকে আজান ভেষে আসে , আর উধাও হয়ে যায় মুমু । লিমন কিছুখন খোজাখুজির পর বাসায় ফিরে আসে । ফ্রেস হয়ে ঘুম দেয় ।

বিভোর নিজের অজান্তেই ঘুমিয়ে পরে বারান্দায় । রাইসা বারান্দায় এসে দেখে বিভোর ঘুমে । রাইসা নিজেকে নিজে প্রশ্ন করে , কেন এই ছেলেটা আমাকে এত ভালোবাসে ? কেন আমাকে সব সময় হাসিখুশি রাখতে চায় ? ও তো জানে ওভিকে আমি ভালোবাসি , তারপরোও কেনো ? রাইসা বিভোরে কপালে আলতো করে ১টা চুপু দেয় । তারপর ওকে জাগিয়ে তুলে ওর রুমে পাঠিয়ে দেয় ।

সকালে ঘুম থেকে উঠে বিভোরদের বাসা থেকে বের হয়ে যায় রাইসা কাউকে কিছু না বলে । রাইসা আগেও এমন করেছে কয়েবার । তাই বিভোর আর তেমন কিছু না ভেবে নাস্তা সেরে কলেজে চলে যায় ।

ঘুম থেকে উঠে লিমনের কেমন জেনো লাগছে । মুমু মেয়েটার কথা মনে পরছে , তার জন্ন্য খারাপ ও লাগচে । ভাবতেই কষ্ট হচ্ছে এতো সুন্দর ১টা মেয়ে ভুত । যদি সে বেচে থাকতো তাহলে হয়তো খুব সুন্দর ১টা সংসার থাকতো তার । কোন অভাগা যে এই সুন্দর মেয়েটা কে মেরেছে সে আল্লাহই ভালো জানে ।

নাস্তা করে বেরিয়ে পরে লিমন , সারাটা দিন খুবই বাজে কেটেছে লিমনের । সুধু মুমুর কথা মনে পরছে । কেন জানি তার মনে হচ্ছে মুমুর সাথে কথা বলতে পারলে ভালো লাগতো তার ।

আজ রাতেও লিমন বের হলো , সাথে ক্যামেরা নিয়ে । আচ্ছা মুমু কি আমাকে ছবি তুলতে দিবে ? তার সাথে বসে কি আজও মুমু কিছু খন গল্প করবে ?

অন্য খবর  প্রধানমন্ত্রীর সাথে সালমান এফ রহমানের সৌজন্য সাক্ষাৎ

রাস্তা দিয়ে হাটছে লিমন । তবে আজ আর কারো ছবি তুলছে না । তার ২চোখ আজও কাকে জেনো খুজছে , তাবে আগের খোজা টা ছিল অন্ন্য রকম আর আজকের খোজা টা কোন একজন নিদ্রষ্ট ব্যাক্তি কে সেটা বুঝা যাচ্ছে ।

বিভোর রাইসার বাসায় গিয়ে দেখে রাইসা বাসায় ফিরেনি । রাইসার ২/৩ ফ্রেণ্ডের বাসায় গিয়েও রাইসা কে পাওয়া গেলো না । কোথাও না পেয়ে গভির রাতে বাড়ি ফিরে এলো বিভোর । বাসাইয় ঢুকে দেখে রাইসা চলে এসেছে । বিভোর রাইসার আচে গিয়ে জোরে থাপ্পর দিয়ে কিছুখন পর বারান্দায় চলে যায় । রাইসা কাদছে , বিভরের চোখেও পানি ।

লিমন সারা রাত খোজাখুজি কোরেও মুমুর দেখা না পেয়ে ফিরে যায় বাসায় । মন টা খুব খারাপ হয়ে আছে । খুব করে কাদতে ইচ্ছে করছে তার ।

সকালে ঘুম থেকে উঠে বিভোর রাইসার ঘুম ভাঙ্গাতে গিয়ে দেখে পুরো বিছানা জুরে রক্ত । রাইসা হাত কেটেছে আর সেই রক্ত । বিভোর চিৎকার করে , বাসার সবাই এসে রাইসা কি হাসপাতালে নিয়ে যায় । তবে রাইসা তার আগেই সকলের মায়া ছেরে চলে গেছে ।

বিভোর ব্যাপাটা মেনে নিতে পারে না । ও যদি থাপ্পরটা না দিত তাহলে হয়তো রাইসা আজ বেচে থাকত । বিভোর এরপর নিজেকে শেষ করার প্রায় সব অপচেষ্টা করে । সে এখন সবসময় এডিকটেড থাকে ।

কাম্রুল সারাদিন বাসায় থাকে আর রাতে বের হয় । সে রাতে কাজ করে , ভালো টাকাই ইনকাম করে । কি করে সেতা কেউ জানে না । শান্তশিষ্ট ছেলেটার পিছে দিনের বেলায় সবাই লেগে থাকে ।

বিভোরের সাথে লিমনের কথা হয় । ও বলা হয় নাই । লিমন আর বিভোর জানের জিগার দোস্ত । রাইসা মারা যাবার পর লিমন বিভোরের কাছে আসে তার সংগ দেওয়ার জন্ন্য । লিমন বিভোরকে মুমুর কথা বলে । বলে মুমুর পড়ির দেশে যাওয়ার পরিকল্পনা । লিমন বিভোরের সাথে কথা বলে চলে আসে । বাসায় ফেরার একটু পরেই শুনে বিভোর সুইসাইড করছে । ঠিক যেভাবে রাইসা নিজেকে শেষ করেছিল বিভোরও সেই একইভাবে নিজেকে শেষ করে চলে গেলো রাইসার কাছে ।

বিভোরের মৃত্যর কথা শুনে লিমন খুব ভেঙ্গে পরেছে । দাফন কাফন শেষ করে লিমন বাসায় না গিয়ে মুমুর সাথে দেখার উদ্দেশ্যে রাস্তায় হাটতে থাকে । একসময় মুমু পিছন থেকে এসে লিমন কে ডাক দেই ।

মুমুঃ তোমার মন খুব খারাপ তাই না ?

লিমনঃ হ্যা । আমার সবচেয়ে কাছের মানুষ টি আজ চলে গেলো আমাকে ছেরে ।

মুমুঃ বিভোর ভালো আছে । ও এখন ওর রাইসার কাছে আছে । ওড়া পড়ির দেশে চলে যাবে । আমার পোড়া কপাল ।

লিমনঃ সত্ত্যি বলছো তুমি ?

কথা বলার একপর্যায় পিছন থেকে ১টা ছেলে লিমনের গলায় ছুড়ি ধরে বলে

ছিনতাইকারিঃ যা আছে দিয়ে দেন । নাইলে মাইরালাম ।

লিমনঃ অই কে তুমি ? ছারো আমাকে , কেটে যাবে গলা , ছারো ।

ছিনতাইকারিঃ যা আছে দিয়া দে , ছাইরা দিমু ।

মুমুঃ (মুমু কে ছিন্তাইকারি দেখতে পাচ্ছে না) লিমন ওকে ছেরও না , ও আমাকে মেরে ফেলছে । ওর জন্ন্য আমি আজ এইখানে , ওকে ছাইরো না ।

লিমনঃ কি বলছো তুমি এইসব ?ও তোমাকে

ছিন্তাইকারিঃ ওই বেটা তুই কার সাথে কথা কস ? মজা লস আমার সাথে ?

এর পর লিমন কৌশলে ছিন্তাইকারি কে নিজের কবলে নিয়ে এসে কাবু করে ফেলে /

লিমনঃ তোর নাম কি ? কেন তুই রাইসা কে মারছিস ?

ছিনতাইকারিঃ ভাই ছাইরা দেন আমারে , আমি গরিব মানুষ । আমি কামরুল , বস্তিতে থাকি । ছাইরা দেন ভাই /

মুমুঃ লিমন তুমি ওকে ছাইরো না প্লিজ , ওকে মারো ।

লিমনঃ কাম্রুল তোকে আমি ১টা শর্তে ছারতে পারি । যদি তুই আমার কথা শুনিস ।

ছিনতাইকারিঃ আমি সব শুনুম ভাই । কন

লিমনঃ ১টা মেয়ের গলার চেন নেওয়ার সময় মেয়েটাকে যেভাবে মারছিলি আমাকেও সেভাবে মার । আর আমার কাছে দামি মোবাইল , টাকা আছে এগুলো সব তোর ।

মুমুঃ এই কি বলছো তুমি ? পাগল হয়ে গেছো নাকি? পাগলামি করে না প্লিজ ? (কেদে কেদে বলে মুমু)

লিমনঃ আমি তোমার পাগল হয়ে গেছি , আমি তোমার কাছে আসতেছি । তোমাকে নিয়ে যাবো তোমার পড়ির দেশ কলংকপুর ।

কাম্রুল লিমনকে মেরে সব নিয়ে পালিয়ে যায় । কিছুখন পর লিমনের আত্তা তার লাশ থেকে বের হয় । রাইসা এসে জরিয়ে ধরে কেদে দেয় । চলে যায় ওরা কলংকপুরে । সেখানে গিয়ে দেখা হয় বিভোর আর রাইসার সাথে । আরো বেশি অবাক হয় একজন কে দেখে কে সে জানেন কলুংকপুরের রাজা আর রানি কে দেখে । রাজা কে সবাই প্রেতাত্তা আর রানি কে পেত্নি বলে ডাকে । আরা এই ২জন লিমন আর বিভোরের অনেক কাছের মানুশ । পেত্নী হলো রোদেলা , আর প্রেতাত্তা কে সেটা আপনারা সবাই জানেন । আমিই রাজা এতোখন আপনারা আমার সাথেই ছিলেন , আমিই সেই দুপুর । আপনাদের সবাই কে আমন্ত্রন আমার কলঙ্কপুরে । ভালো থাকবেন ।

 

প্রতি সপ্তাহের গল্পঃ প্রেতাত্তার লেখা গল্প

লেখকঃ আসাদুর রহমান শিপন

আপনার মতামত দিন