দেশ স্বাধীন হলেও অর্থনৈতিক মুক্তি মেলেনিঃ সালমা ইসলাম

484
দেশ স্বাধীন হলেও দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি মেলেনি। সাধারণ মানুষ এখনও খেয়ে না খেয়ে জীবিকা নির্বাহ করে। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে ক্ষুধা ও

দেশ স্বাধীন হলেও দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি মেলেনি। সাধারণ মানুষ এখনও খেয়ে না খেয়ে জীবিকা নির্বাহ করে। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে সবাইকে উদ্যমী হয়ে কাজ করতে হবে। তাহলেই আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উন্নত দেশে পরিণত হতে পারব।

শনিবার ঢাকার দোহারের রাইপাড়া ইউনিয়নের লটাখোলা প্রাথমিক স্কুল মাঠে গরিব-দুস্থদের মাঝে শাড়ি কাপড় বিতরণকালে অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এসব কথা বলেন।

সালমা ইসলাম এমপি বলেন, দোহার-নবাবগঞ্জের মানুষের মুখে হাসি ফুটাতে চাই। আপনাদের দুঃখ-কষ্ট দূর করতে জীবনযাত্রার মান উন্নত করতে গ্যাস সংযোগ দেয়া হবে। সরকার অঞ্চলভিত্তিক গ্যাসের সরবরাহ দিলেই দোহার-নবাবগঞ্জবাসীর প্রত্যাশা পূরণ হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদে বলেছি। আবারও তাকে অনুরোধ করব যাতে আমার নির্বাচনী এলাকার সাধারণ মানুষের স্বার্থে দ্রুত গ্যাস সংযোগ দিয়ে দোহার-নবাবগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে সহায়তা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, বিলাশপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা প্রমুখ।

আপনার মতামত দিন