২০২৪-২৫ অর্থছরের বাজেট পেশ করা হবে আজ

23
২০২৪-২৫ অর্থছরের বাজেট পেশ করা হবে আজ

২০২৪-২৫ অর্থবছর বাজেট উত্থাপন হতে যাচ্ছে আজ। সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। অর্থমন্ত্রী হিসেবে এটি হবে তার প্রথম বাজেট ঘোষণা এবং গত নির্বাচনে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। বৃহস্পতিবার (৬ জুন) বিকাল ৩টায় সংসদে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটের আকার হবে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাকি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা থাকবে। ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ইতোমধ্যে অনুমোদন দেয়া হয়েছে।

এবারের বাজেটের শিরোনাম ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’।  আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত দিন