নকিয়ার নতুন ফ্লাগশিপ ডিভাইস নকিয়া এক্স আসছে ১৬ মে। সম্প্রতি উইবোতে নতুন এই ফোনটির তথ্য ও ছবি প্রকাশিত হয়েছে।
নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল জানিয়েছে, বর্তমানে নকিয়ার ৫টি ফোন বাজারে পাওয়া যাচ্ছে। শিগগিরই বাজারে আসছে আরো কয়েকটি ডিভাইস। তার মধ্যে সর্বপ্রথম আসছে নকিয়া এক্স। এটি হবে নকিয়ার ফ্লাগশিপ ডিভাইস।
বেশ কিছুদিন ধরে নকিয়া এক্স নিয়ে আলোচনা চলছে। অবশেষে ফোনটি বাজারে আসার সময় জানা গেল।
চীনের মোবাইল ফোন সার্টিফিকেশন অথোরিটি টিইএনএনএ-র তথ্য মতে নকিয়া এক্স এ থাকছে ৫.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২২৮০x১০৮০ পিক্সেল। এটি পরিচালনার জন্য রয়েছে অক্টকোর প্রসেসর। প্রসেসরের ক্লকস্পিড ১.৮ গিগাহার্জ।
তিনটি র্যাম ভার্সনে ফোনটি পাওয়া যাবে। এগুলো হলো ৩, ৪ এবং ৬ জিবি র্যাম। ৩ ও ৪ জিবি র্যামের ফোনে থাকছে ৩২ জিবি রম। ৬ জিবি র্যামের ফোনটি হবে ৬৪ জিবি রমের।
ফোনটিতে আইফোন এক্সর মত নচ ডিসপ্লে থাকছে। ব্যাকআপের জন্য এতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হচ্ছে।
অ্যানড্রয়েড অরিও অপারেটিং সিস্টেম চালিত নকিয়া এক্স ফোনটিতে ফোরজি কানেকটিভি রয়েছে। এতে ডুয়েল রিয়ার ক্যামেরা এবং সিঙ্গেল ফ্রন্ট ক্যামেরা সংযোজন করা হয়েছে।
ফোনটির দাম হবে ২৫০ ডলার।