সরকারি পদ্মা কলেজে চলছে ঢাকা জেলা রোভার মেট -২০১৯

238
ঢাকা জেলা রোভার মেট

২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার থেকে দোহারের পদ্মা সরকারী কলেজে ৪ দিন ব্যাপী ঢাকা জেলা রোভার মেট শুরু হয়েছে। শুক্রবার সকাল ৮টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে মহাপরিদর্শক নিবন্ধন ড. খান মোঃ আব্দুল মান্নান এই কোর্সের উদ্বোধন করেন। সোমবার রাতে তাবু জলসা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের পর্দা নামবে।

উদ্বোধনী ও স্বাগত বক্তব্যে ড. কে এম মান্নান বলেন, বংগবন্ধুর সোনার বাংলায় আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশে সকল সামাজিক, মানবিক এবং জাতীয় প্রয়োজনে রোভার স্কাউট পাশে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এই কোর্স করে একজন শিক্ষার্থী উন্নত, সমৃদ্ধ, মেধাবী ও সামাজিক এবং মানবিকতা বোধ সম্পন্ন হয়। তিনি আগামীতেও পদ্মা কলেজে এই ধরনের প্রোগ্রাম আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন। এ সময় ঢাকা জেলার রোভার এর সম্পাদক জনাব ওমর আলী, কোষাদক্ষ মোহাম্মদ আলী চৌধুরী সাথে ছিলেন ৩৬, ৩৭, ৩৮,৩৯ কোর্স লিডার গণ। এই কোর্সে ৭৬ টি প্রতিষ্ঠান ও মুক্তদল, ২৫৬ জন প্রশিক্ষণার্থী, ৩০ জন স্বেচ্ছাসেবক ও ৪০ জন প্রশিক্ষক অংশ নিচ্ছে।

আপনার মতামত দিন