শুক্রবার থেকে নবাবগঞ্জে দোকানপাট খোলা থাকবে ২টা পর্যন্ত

441

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমনের হার। ইতিমধ্যে এই উপজেলায় আক্রান্ত হয়েছে ২৩৮ জন। উপজেলাইয় ইতিমধ্যে চিহ্নিত হয়েছে ৫টি রেডজোন। এই পরিপ্রেক্ষিতে নবাবগঞ্জ উপজেলায় দোকান পাট খোলা রাখা নিয়ে হচ্ছে নতুন নিয়ম। শুক্রবার থেকে নবাবগঞ্জে দোকান খোলা রাখা যাবে দুপুর দুইটা পর্যন্ত। তবে, ওষুধের ফার্মেসীগুলো সর্বক্ষণ খোলা থাকবে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দীন মনজু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দীন মনজু বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে নবাবগঞ্জে সকল দোকানপাট শুক্রবার থেকে দুপুর ২ টা পর্যন্ত খোলা থাকবে৷ এ নির্দেশনা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি সকল ধরনের নির্দেশনার সাথে এবং করোনা মোকাবেলার জন্য উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছেন।

আপনার মতামত দিন