রিজার্ভে নেই কোন সমস্যা: “প্রধানমন্ত্রী শেখ হাসিনা”

12

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রত্যেকটা ব্যাংকে যথেষ্ট টাকা আছে, আমাদের রিজার্ভে কোন সমস্যা নাই। এ ব্যাপারে অনেকে বলেন আমাদের টাকা নাই। এইসব মিথ্যা কথা।

আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে মাঠে  আয়োজিত এক
জনসভায় মধ্য তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে সারা পৃথিবীতে আজকে অর্থনৈতিক মন্দা। কিন্তু বাংলাদেশে আমরা অর্থনীতিকে এখনো শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে রাখতে সক্ষম হয়েছি। আমি দেখি, কেউ কেউ রিজার্ভ নিয়ে কথা বলে। রিজার্ভের কোনো সমস্যা নাই। অনেকে বলে ব্যাংকে টাকা নাই, কেউ কেউ ব্যাংক থেকে টাকা তোলে। ব্যাংকের টাকা তুলে ঘরে রাখলে তো চোরে নিয়ে যাবে। চোরের জন্য সুযোগ করে দেওয়া। ব্যাংকে টাকা নেই এ কথাটা মিথ্যা। গতকালও আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ মিটিং করেছি। আমাদের এ বিষয়ে কোনো সমস্যা নাই, প্রত্যেকটা ব্যাংকে যথেষ্ট টাকা আছে।

তিনি আরো বলেন, আমাদের রেমিট্যান্স আসছে, বিদেশ থেকে বিনিয়োগ আসছে। আমদানি-রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে। কর সংগ্রহ বৃদ্ধি পেয়েছে। বিশ্বের অন্য দেশ যেখানে হিমশিম খাচ্ছে, নিজেরা অর্থনৈতিক মন্দায় ভুগছে, বাংলাদেশ এখনো যথেষ্ট শক্তিশালী আছে। আপনারা কেউ গুজবে কান দিবেন না। আমাদের যথেষ্ট পরিমান রিজার্ভ আছে।

আপনার মতামত দিন