রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে ( আবহাওয়া অধিদপ্তর )

111

সারা দেশে আজ রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সেই সঙ্গে পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ রবিবার (২৫ ডিসেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক প্রধানত থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিন্মচাপটি দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ (২৫ ডিসেম্বর) সকাল ৬টায় একই এলাকায় (অক্ষাংশ ৯.১ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৮২.৪ ডিগ্রি পূর্ব) অবস্থান করছিল। এটি পশ্চিম-দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলংকা উপকূল অতিক্রম করতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৯ মিনিটে।

আপনার মতামত দিন