যে ফোনের পুরোটাই ডিসপ্লে

229
যে ফোনের পুরোটাই ডিসপ্লে

পুরো ফোনটাই যেনো ডিসপ্লে। সাইড বেজেল একদমই চোখে পড়ে না। এমন ডিজাইনের ফোনকে বলা হয় ফুল ভিউ ডিসপ্লের ফোন। সম্প্রতি লেনোভোর জে ফাইভের মডেলের একটি ফোনের টিজার প্রকাশিত হয়েছে। প্রকাশিত টিজারে বেজেলহীন, সম্পূর্ণ ডিসপ্লের ফোন নজর কেড়েছে।

লেনোভোর ভাইস পেসিডেন্ট চ্যাং চেং জেড ফাইভ ফোনটির টিজার প্রকাশ করেছে। এর আগে ফোনটির আরো দুইট টিজার প্রকাশ হয়। এটি তৃতীয় টিজার। টিজারে ফোনটির নিচের বাম পাশের অংশের ছবি ও ফোনটির একটি স্কেচ প্রকাশ হয়েছে।

ফোনটির স্ক্রিন টু বডি রেশিও ৯৫ শতাংশ। অর্থাৎ ফোনটির পুরোটাই ডিসপ্লে। সামান্য কিছু অংশ বেজেল হিসেবে দৃশ্যমান। এই দৃশ্যমান বেজেলে রয়েছে ভার্চুয়াল হোম বাটন, স্পিকার, ফ্লাশ লাইট এবং ক্যামেরা। যদিও ডিসপ্লের চারপাশের প্রায় অদৃশ্যমান বেজেলে এসব চোখেই পড়ে না।

শিগগিরই ফোনটি বাজারে আসবে। এর দরদাম সম্পর্কেও এখনো ধারণা পাওয়া যায়নি।

আপনার মতামত দিন