মা ইলিশ রক্ষায় দোহারে মতবিনিময় সভা

180
আলমগীর হোসেন

অক্টোবর মাসের ১৪ তারিখ থেকে শুরু হচ্ছে ইলিশের প্রজনন মৌসুম। সাগর থেকে ঝাকে ঝাকে ইলিশ ডিম পাড়তে ঢুকবে পদ্মা নদীতে। ইলিশের সংরক্ষনের জন্য তাই আগামী ১৪ই অক্টোবর হতে ৪ঠা নভেম্বর এই ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে। ‘মা ইলিশ রক্ষা পেলে, সারা বছর ইলিশ মেলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখেই ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা টাস্কফোর্স কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জনসচেতনতায় র‌্যালি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

সভায় বক্তারা, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১৪ই অক্টোবর হতে ৪ঠা নভেম্বর এই ২২ দিন ইলিশ নিধন বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথি, ওসি (তদন্ত) মো. আরাফাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মামুন ইয়াকুব, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ লুৎফুন্নাহার, সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান খান, কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. লুৎফর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

আপনার মতামত দিন