মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণকে ইমিগ্রেশন কর্মকর্তার চড়

197
মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণকে ইমিগ্রেশন কর্মকর্তার চড়

মালয়েশিয়ায় এক বাংলাদেশি তরুণকে চড় মেরেছেন দেশটির একজন ইমিগ্রেশন (অভিবাসন) কর্মকর্তা। দেশটির জোহর প্রদেশের এই ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে (ভাইরাল)। গত ৩০ মে সকালে উইসমা পারসেকুতুয়ান এলাকার ইমিগ্রেশন অফিসে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ওই ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশি এক তরুণকে চড় মারছেন একজন ইমিগ্রেশন কর্মকর্তা। এরপর তরুণটির হাত জোর করে স্ক্যানারে রাখছেন।

এ বিষয়ে জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক জানান, এ ঘটনার পর ওই কর্মকর্তাকে ফ্রন্ট ডেস্ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ধরনের আচরণ কোনোভাবেই বরদাশত করা হবে না।

ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, এই কর্মকাণ্ডের ফলে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। সরকারি চাকুরি শৃঙ্খলাবিধি ২০০২ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত দিন