মালয়েশিয়ায় একদিনে ২২২ বাংলাদেশি আটক 

49
মালয়েশিয়ায় একদিনে ২২২ বাংলাদেশি আটক 

অবৈধভাবে কাজ করার অভিযোগে ২২২ বাংলাদেশিসহ ২২৮ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। শুক্রবার দেশটির কেদাহ রাজ্যে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

অভিযোগে বলা হয়, আটকেরা এক প্রতিষ্ঠানে কাজ করার ভিসা নিয়ে অন্য প্রতিষ্ঠানে কাজ করেছেন। বাংলাদেশি ছাড়া আটকদের মধ্যে ৫ জন চীনা এবং একজন ভারতীয় রয়েছেন।

এ ছাড়া রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক জানান, জড়িত কর্মসংস্থান সংস্থাগুলো একটি নির্দিষ্ট ফি দিয়ে বিভিন্ন চাকরির ক্ষেত্রে নিয়োগকর্তা পরিবর্তন করে আসছিল।

একইসাথে কোনো কর্মসংস্থান মানবসম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিবন্ধিত কি না, তা নিশ্চিত হওয়ারও আহ্বান জানান রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক।

আপনার মতামত দিন