ব্যক্তি উদ্যোগে কৃষকদের জন্য রাস্তা ঠিক করে দিলেন মিজানুর রহমান

298
ব্যক্তি উদ্যোগে রাস্তা মেরামত

এই বরো মৌসুমে, অন্যান্য এলাকার মত ঢাকা জেলার নবাবগঞ্জ থানার গালিমপুর ইউনিয়নেও ধান কাটা শুরু হয়েছে। উক্ত ইউনিয়নের ৮-৯ নং ওয়ার্ডের অধিকাংশ মানুষের কৃষি জমিই চক যবুখালি- ব্ক্সনগর সরকের পাস ঘেঁষে। কিন্তু উক্ত রাস্তাটি কাঁচা এবং অসম্পূর্ণ, বৃষ্টিতে রাস্তার অবস্থা আরো বেহাল। যার ফলে অনেক দূর্ভোগ পোহাতে হয়েছে উক্ত ওয়ার্ডের মানুষের।

 

গাড়ী না ঢুকতে পাড়ায় মাথায় করে ধান বাড়িতে তুলতে বাড়তি শ্রমিক নিতে হচ্ছিল তাদের। তাদের এই দূর্ভোগের কথা শোনামাত্রই, রাস্তাটি সরজমিনে দেখতে যান সোনাহাজরা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক জনাব মিজানুর রহমান মিজান। তিনি সাথে সাথেই তার ছোট ভাই জিয়াউর রহমান কে রাস্তাটি চলাচল উপযোগী করার ব্যবস্থা করতে বলেন।

 

বর্তমানে রাস্তা মেরামতের কাজ শেষ, মিজানুর রহমান মিজান এর ছোট ভাই জিয়াউর রহমান আমাদের কে জানান। বর্তমানে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারছে।

 

উল্লেখ যে, কিছু দিন পূর্বে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত গালিমপুর ইউনিয়নের প্রায় ১৪০০ পরিবারের কাছে মিজানুর রহমান মিজান উপহার হিসেবে খাদ্য সামগ্রী নিজ হাতে পৌঁছে দেন।

আপনার মতামত দিন