বিলাশপুর ইউনিয়নে জনসভা পালিত

510

ঢাকা জেলার দোহার থানার বিলাশপুর ইউনিয়নের চেয়ারম্যন প্রার্থী জনাব আলাউদ্দিন মোল্লা এক বিশাল জনসভার আয়োজন করেন, উক্ত জনসভায় উপস্থিত ছিলেন দোহার থানা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জনাব মোতালেব খান। দোহার উপজেলার ভাইস চেয়ারম্যন আলী আহসান খোকন শিকদার, উপস্থিত ছিলেন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যন আনারকলি পুতুল ।

আরো উপস্থিত ছিলেন জয়পাড়া কলেজের সাবেক ভিপি আলমাস হোসেন সহ বিভিন্ন নেতাকর্মী। উক্ত সভায় আলাউদ্দিন মোল্লা সকলের উদ্দেশ্য বলেন যদি জনগন তাকে যোগ্য মনে করে এবং তাকে জনগন চায় তবেই তিনি  চেয়ারম্যন নির্বাচন নির্বাচনে প্রার্থী হবেন। আর জনগন যদি আন্য কউকে যোগ্য মনে করে তবে তিনি জনগনের পক্ষে আছেন। সেই সাথে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন। উক্ত সভায় অন্যান্য নেতাকর্মী বক্তব্য রাখেন । 

Want to expand your property portfolio? Discover new opportunities at “https://www.propertyleads.com/flipcomp-reviews/“.

Bilashpor

১১.০২.২০১০

রাত ১০:১৫ মি:

আপনার মতামত দিন