পুলিশ যদি দোহার নবাবগঞ্জের কাউকে হয়রানি করে, সেক্ষেত্রে আমি জিরো টলারেন্সঃ সালমান এফ রহমান

282
সালমান এফ রহমান

পুলিশ যদি দোহার নবাবগঞ্জের কাউকে হয়রানি করে, সেক্ষেত্রে আমি জিরো টলারেন্স। আমার এলাকায় এই ধরনের কোন কাজ আমি বরদাস্থ করবো না বলে মন্তব্য করেছেন তথা ঢাকা -১ আসনের সাংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।  ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান ডিআইজি পদে পদ্দোন্নতি এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

দোহার নবাবগঞ্জ তথা ঢাকা -১ আসনের সাংসদ সালমান এফ রহমান এমপি বলেছেন, পুলিশের চাদাবাজির দুর্নাম রয়েছে। যদিও দিন দিন তারা সেই ভাবমূর্তি কাটিয়ে উঠেছে। কিন্তু তবুও যদি দোহার নবাবগঞ্জের কোন মানুষকে পুলিশ অহেতুক হয়রানি করে আর আমি জানতে পারি, সেক্ষেত্রে আমার অবস্থান জিরো টলারেন্স।কোন পুলিশ কোন অন্যায় করলে আর আমি জানতে পারলে, সে ব্যাপারে কঠোর ভাবে তা দমন করা হবে।  বর্তমান এসপি অনেক কর্মদক্ষতা এবং মেধাবী মানুষ। তিনি আমাদের বিভিন্নভাবে আইন শৃংখলা ঠিক রেখেছেন। তার ব্যাচের মাত্র ৮ জনের এই পদোন্নতি হয়েছে।সেই ৮ জনের একজন মেধাবী তিনি। দোহারে খুব শীঘ্রতা এএসপি সার্কেলের ভবন উদ্বোধন হবে। আমার পক্ষ থেকে দুটি অত্যাধুনিক গাড়ি সহ ৬০ টি গাড়ি ঢাকা জেলায় সংগ্রহ করেছেন এই চৌকস এসপি। তিনি বলেন, নবাবগঞ্জকে ভাগ করে কোমরগঞ্জ থানা করার প্রক্রিয়া দ্রুত চলমান আছে। তিনি বক্তব্যে তার নির্বাচনী পূরন ওয়াদাসহ, পুলিশ বাহিনীকে জনগণের সেবক হওয়ার পরামর্শ দেন।

আপনার মতামত দিন