পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক পদে আউলাদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের নির্বাচিত

200
পল্লী বিদ্যুৎ

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন দোহার উপজেলার জয়পাড়া, রাইপাড়া, কুসুমহাটি ও নয়াবাড়ি ইউনিয়নের (৭নং অঞ্চলের) পরিচালক পদে নির্বাচনে পরিচালক পদে আউলাদ হোসেন পুনরায় নির্বাচিত হয়েছে। মঙ্গলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। ওই পদে মোট তিনজন মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে দুইজনের মনোনয়ন বাতিল হলে আউলাদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এর আগে ২০১৪ সালে একই পদে অনুষ্ঠিত নির্বাচনে আউলাদ হোসেন ১৪০ ভোটে জয়লাভ করেছিলেন। ওই নির্বাচনে বিজয়ী আউলাদ হোসেন মাছ প্রতীক নিয়ে পেয়েছিলেন ১৩৩৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাম্মেল হোসেন চেয়ার প্রতীক নিয়ে পেয়েছিলেন ১১৯৮ ভোট।

আপনার মতামত দিন