নিকড়া-গালিমপুর সংযোগ সড়ক: কাজ চলছে ধীর গতীতে

588

মো: রাতুল ইসলাম♦ দোহার-নবাবগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক নিকড়া-গালিমপুর সড়কের কাজ চলছে কিছুটা ধীর গতিতে, ফলে যথাসময়ে কাজ শেষ হওয়া নিয়ে জনমনে আশংকা তৈরি হয়েছে। রাস্তাটি ঢাকা-নবাবগঞ্জ ও দোহারের আঞ্চলিক সড়ক এবং এই পথটি অত্যান্ত সংক্ষিপ্ত হওয়ায় যাত্রীদের এই পথে যাতায়াতে রয়েছে অত্যন্ত আগ্রহ। রাস্তাটির মোট দৈর্ঘ্য ২.১২৪ কি.মি। রাস্তাটির সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদার মো: শামীম এবং মো: আলমগীর আমাদের নিজস্ব প্রতিনিধিকে জানান রাস্তাটির জন্য নির্ধারিত সময় ১২০দিন এবং প্রাক্কলিত ব্যায় ১কোটি ৬ লক্ষ টাকা। ঠিকাদারদ্বয় জানান নির্দিষ্ট সময়ের ভিতরেই কাজ শেষ করতে পারবেন এবং তার পরেই জনসাধারণের যাতায়াতের জন্য পথটি খুলে দেয়া হবে। এদিকে এই পথ দিয়ে চলাচলকারী জয়পাড়া পরিবহনের বাস-চালকদের সাথে কথা বলে জানা যায় তারা শিঘ্রই সংস্কার শেষে রাস্তাটি চালু করার আহবান জানিয়েছেন। কেননা, বর্তমানে তাদের মেঘুলা-শিমুলিয়া-গালিমপুর হয়ে ঢাকা যাতায়াত করতে পরিবহন ও সময় ব্যায় বেশি হচ্ছে। এ ব্যাপারে জনসাধারণেরও একইমত।

গালিমপুর-নিকড়া সড়ক

 

You are worth the best quality cheape replica watches uk online with low price!

অন্য খবর  নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

You can buy best replica rolex Submariner on www.rolexreplicaswissmade.com/Watches/Submariner.php

Swiss made replica Panerai, noted for their signature oversized timepieces, is a luxury brand that caters to a crowd with a unique sense of style.

আপনার মতামত দিন