নবাবগঞ্জে ২ মাদকসেবীর কারাদণ্ড

610

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুই মাদকসেবীকে পৃথক মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জামান এ আদেশ দেন।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- উপজেলার বলমন্তচর গ্রামের আব্দুল করিমের ছেলে তুহিন (২৮) ও একই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে রুবেল (৩২)। এদের মধ্যে তুহিনকে ছয় মাস ও রুবেলকে সাতদিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

নবাবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাম কৃষ্ণ দাস বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় বলমন্তচর এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক দু’জনকে কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আপনার মতামত দিন