নবাবগঞ্জে সরকারীভাবে ধান কেনা শুরু

600
নবাবগঞ্জে সরকারীভাবে ধান কেনা শুরু

নবাবগঞ্জে সরকার ঘোষিত ধান কেনা শুরু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কলাকোপা খাদ্য গুদামে এর আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো. শহিদুল আমীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল হাসান, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সামছুল করিম, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আকবর হোসেন মিয়া, কলাকোপা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমরান হোসেন প্রমূখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আগামী ৩১ আগষ্ট পর্যন্ত উপজেলার ২৫হাজার নিবন্ধিত কৃষকের কাছ থেকে ৯২০ টাকা মন দরে ১৮১৭ মে. টন শুকনো ধান ক্রয় করা হবে। উল্লেখ্য, এবছর উপজেলার ১১ হাজার ১২০ হেক্টর জমিতে ৭০ হাজার মে. টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি অফিস।

আপনার মতামত দিন