নবাবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন প্রক্রিয়া শুরু

225
নবাবগঞ্জ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ভিক্ষুকদের পুনর্বাসন করার জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন। প্রথম দিন উপজেলার ২৪জন ভিক্ষুকের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা সম্ভব হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন বলেন, সারাদেশের অন্যান্য উপজেলার মতো নবাবগঞ্জকে মুক্ত ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছি। এ কার্যক্রমে প্রশাসনের পাশাপাশি রাজনিতীক, সাংবাদিক ও সুশিল সমাজের সহযোগীতা চাই।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সরকারী নির্দেশনা মোতাবেক প্রত্যেক ভিক্ষুকের জীবনবৃত্তান্ত সংগ্রহের পর ব্যবস্থা গ্রহন করে পূনর্বাসন করা হবে।

সোমবার দুপুরে এ কার্যক্রমে সহযোগীতা করেন, উপজেলা সমাজ সেবা অফিসের উচ্চমান সহকারী জিতেন্ত্র কুমার, সাংবাদিক- বিপ্লব ঘোষ, কাজী সোহেল, শাহিনুর রহমান, ইমরান হোসেন সুজন, নাজমুল ইসলাম, ছাত্রলীগ নেতা- মেহেদি হাসান রানা, নাহিদুল আলম নাদিম প্রমূখ।

আপনার মতামত দিন