নবাবগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

283

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শেরপুর গ্রাম থেকে শুক্রবার কহিনুর বেগম (৪৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। কহিনুর উপজেলার শেরপুর গ্রামের হযরত আলীর স্ত্রী।

স্থানীয়দের অভিযোগ করে বলেন, ‘কহিনুরের স্বামী নেশা করে এবং জোয়া খেলা নিয়ে তার সঙ্গে প্রায় কথা কাটাটি হতো।

 তার স্বামী তাকে স্বাস রোধ করে হত্যা করে ঘরে লাশ রেখে পালিয়ে যেতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা’।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের শেরপুর গ্রামে কহিনুর বেগম ঘুম থেকে না ওঠায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে ঘরে ঢুকে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজ নিউজ ৩৯ কে জানান, লাশ উদ্ধার করা হয়েছে তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ময়না তদন্তের রিপোর্ট পেলে হত্যা করা হয়েছে কি না বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আর লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন