নবাবগঞ্জে উত্ত্যক্ত করার দায়ে দুই বখাটের কারাদন্ড

458

ঢাকার নবাবগঞ্জে এক বিধবাকে উত্ত্যক্ত করার দায়ে নান্টু (২৬) ও কাইয়ুম (৪৫) নামে দুই বখাটেকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জামানের আদালত এ সাজা দেন। সাজাপ্রাপ্ত নান্টু উপজেলার আমীরপুর গ্রামের আমীর হোসেনের ছেলে ও কাইয়ুম একই গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক ফিরোজ উদ্দিন আহমেদ জানান, দিঘিরপার এলাকার এক বিধবাকে দীর্ঘদিন যাবত উত্ত্যক্ত করে আসছিল বখাটে নান্টু ও কাইয়ুম। অভিযোগ পেয়ে রোববার সকালে উত্ত্যক্ত করার সময়ে পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

আপনার মতামত দিন