নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের

1
নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের

ডেস্ক রিপোর্টারঃ নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, “ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ নির্মাণ করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, শেষ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে।”

বিএনপি মহাসচিব সবাইকে গণতন্ত্র ও দেশের স্বার্থে একযোগে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত দিন