দোহার পৌরসভার সীমানা গেজেট প্রকাশঃ অক্টোবরে নির্বাচনের সম্ভাবনা

954

শরিফ হাসান, স্টাফ রিপোর্টার, news39.net: দীর্ঘ প্রতীক্ষার পরে দোহার পৌরসভার নতুন সীমানার গেজেট প্রকাশ হয়েছে। ২২শে অগাস্ট, রোববার, রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো ফারুক হোসেনের স্বাক্ষরিত গেজেটটি প্রকাশিত হয়। দোহার পৌরসভার সীমানা জটিলতা নিরসনে এবং নতুন গেজেট প্রকাশ হওয়ায় পৌরবাসী ঢাকা -১ সাংসদ সালমান এফ রহমান ও দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেনকে ধন্যবাদ জানিয়েছে।

গেজেটে উল্লেখ করা হয়েছে, এস, আর, ও নং ২৮৫-আইন/২০২১। যেহেতু স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৮নং আইন) এর ধারা ৪ এর উপ-ধারা (৪) এর দফা (1) এ প্রদত্ত ক্ষমতাবলে নিম্ন তফসিলভুক্ত এলাকাসমূহকে ঢাকা জেলার দোহার পৌরসভা হইতে বহির্ভূত করিবার উদ্দেশ্যে পৌরসভার পৌর এলাকার সীমানা পরিবর্তন সম্প্রসারণ ও সংকোচন) বিধিমালা, ২০১৬, অতঃপর উচ্চ বিধিমালা বলিয়া উল্লিখিত এর বিধি ৭ এর উপ-বিধি (১) এর বিধান মোতাবেক সরকার দোহার পৌরসভার সীমানা সংকোচন সম্পর্কে উক্ত এলাকার পরিষদের নিকট হইতে পরামর্শ বা আপত্তি আহ্বান করিয়া একটি বিজ্ঞপ্তি জারির জন্য ঢাকা জেলার জেলা প্রশাসককে নির্দেশনা প্রদান করিয়াছিল; এবং
যেহেতু উক্ত নির্দেশ অনুযায়ী ঢাকা জেলার জেলা প্রশাসক উক্ত বিধিমালার বিধি (৭) এর উপ বিধি (২) ও (৩) এর বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিয়া উপ-বিধি (৪) এর বিধান অনুযায়ী নিম্ন তফসিলভুক্ত এলাকাসমূহকে ঢাকা জেলার দোহার পৌরসভার সীমানা বহির্ভূত করিয়া উচ্চ পৌরসভার সীমানা সংকোচন করিবার পক্ষে প্রতিবেদন দাখিল করিয়াছেন।

অন্য খবর  নবাবগঞ্জে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৪তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

যেহেতু সরকার উক্ত প্রতিবেদন বিবেচনা করিয়া নিম্ন তফসিলভুক্ত এলাকাসমূহকে ঢাকা জেলার দোহার পৌরসভার সীমানা বহির্ভূত করিয়া উক্ত পৌরসভার সীমানা সংকোচন করিবার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে।

সেহেতু সরকার উক্ত বিধিমালার বিধি ৮ এর উপ-বিধি (৩) এর বিধান অনুযায়ী নিম্ন তফসিলভুক্ত এলাকাসমূহকে ঢাকা জেলার দোহার পৌরসভার সীমানা বহির্ভূত করিয়া উক্ত পৌরসভার সীমানা সংকোচন করিল, যথা—

ইউনিয়নের নামঃ রাইপাড়া+মাহমুদপুরঃ মৌজার নামঃ লটাখোলা মৌজা, জে এল নম্বর ৪৩ঃ

৭২৬-৮৬৭, ৮৬৯-৮৭০, ৮৭২-১০৫ ১৩৫৪-১৩৫৮, ১৩৬০, ১৩৭৫-১৩৮২ ১৩৮৭-১৩৮৯, ১৩৯১-১৩৯৩, ১৩৯৫

১-২৯৭ ২৯৯-৫২৩, ২০০১-২৪১৮, ২৪২০-২৪২৫ ২৪২৯-২৫২৭, ২৫৩০ ২৫৭৩ ২৫৭৬ ২৮৯৩ ২৮৯৬. ২৮৯৮, ২৮৯৯, ২৯০০-২৯১০ ২৯১২, ২৯১৫-২৯২৪, ২৯২৫, ২৯২৯

ইউনিয়নের নামঃ রাইপাড়াঃ মৌজার নামঃ খালপাড় মৌজা, জে এল নম্বর ৫৮ঃ

১-২৫৯ ২৬১-৩45 501 504, ৫২৯-৫৪১, ৫৫৭-৫৯৩, ৬১৩-৬৭৮ ৬৮০-৮৯২ ১৮১৫-১৮১৮, ২০০১ ২০২৩, ২০২৫, ২০২৭-২১৪৭, ২১৫০,

ইউনিয়নের নামঃ সুতারপাড়াঃ মৌজার নামঃ কাজিরচর মৌজা, জে এল নম্বর ৬২ঃ
২৮-২৯, ১১৭-১১৮, ১২১ ১২২, ১৩৮ ১৩৯, ১৪৪ ১৪৬-২৪৬ ২৫০-২৫২, ২৫৬-২৫৮, ২৬১ ২৬২ ২৬৪ ২৬৯ ২৭০ ২৭৪-২৭৮ 283-876, ৪৭৮-৪৮৩

ইউনিয়নের নামঃ সুতারপাড়াঃ মৌজার নামঃ সুতারপাড়া মৌজা, জে এল নম্বর ৬৩ঃ
১-৬৮৫, ৭০৪-১৫৪৭

অন্য খবর  দূষিত হচ্ছে হিলশামারী নদী,নেই দূষণ মুক্ত করার কোন উদ্দ্যোগ 

সুতারপাড়া মধুররচর মৌজাঃ ২৪-৪৩৯

অবশেষে দীর্ঘ ২১ বছর পর হতে যাচ্ছে দোহার পৌরসভার নির্বাচন। ২০২১ সালের সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের মাঝামাঝি হতে পারে দোহার পৌরসভার নির্বাচন। একইসাথে, মাহমুদপুর, রায়পাড়া ও সুতারপাড়া ইউনিয়নেও পর্যায়ক্রমে ৩ বার নির্বাচন হয়নি পৌরসভার সাথে সীমানা জটিলতার কারনে। এখন এই ৩টি ইউনিয়নেও নির্বাচনের দ্বার উন্মুক্ত হলো। গত ২৬ জুলাই,সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৭তম সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সীমানা জটিলতার সমাধান হয়।

বর্তমান গেজেট অনুসারে, দোহার পৌরসভার আয়তন হবে ১৪.৩১ বর্গ কিলোমিটার; পূর্বে যা ছিলো ২১.১২ কি.মি। নতুন সীমানা অনুযায়ী সুতারপাড়া ইউনিয়ন থেকে ৪.০৫ বঃকিঃমিঃ, মাহমুদপুর ইউনিয়ন থেকে ১.৮৬ বঃকিঃমিঃ এবং রাইপাড়া ইউনিয়ন থেকে ০.৯৯ বঃকিঃমিঃ এলাকা বাদ যাবে। পূর্বে দোহার পৌরসভার মোট জনসংখ্যা ছিলো ৭১হাজার ৩৬২ জন। পুরুষ ভোটার ৩৫,০২৪ জন (৪৯.০৮ %), মহিলা ভোটার ৩৬৩৩৮ জন (৫০.৯২ %)।

উল্লেখ্য, দোহার উপজেলার জয়পাড়া, রাইপাড়া ও সুতারপাড়া ইউনিয়নের আংশিক অংশ নিয়ে ২০০০ সালের ২৬ সেপ্টেম্বর দোহার পৌরবাসীর ভোটাধিকারের মাধ্যমে গঠিত হয়েছিলো দোহার পৌরসভা। এরপর দোহার পৌরসভার সীমানা জটিলতা নিয়ে সুবিধাবাদীদের কারণে উচ্চ আদালতে রিট পিটিশন মামলার কারণে দীর্ঘ ২১ বছরে দোহার পৌরসভার নির্বাচন স্থগিত ছিল।

আপনার মতামত দিন