দোহার-নবাবগঞ্জ প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন সিডনি স্টোন

118

ঢাকার দোহারের কুসুমহাটি ইউনিয়নের আউলিয়াবাদ চির সবুজ সংঘ আয়োজিত দোহার-নবাবগঞ্জ প্রিমিয়ার লীগ-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ শনিবার বিকেল ৩টায় আউলিয়াবাদ চির সবুজ সংঘের মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনালে সিডনি স্টোন ৭ উইকেটে আরিতা প্রবাসী উন্নয়ন তহবিলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। আউলিয়াবাদ চির সবুজ সংঘের সভাপতি হাজী দেওয়ান আব্দুল ওয়াসেকের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক মো. মজনু মোল্লা। গেস্ট ওফ অর্নার হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল এবং মুক্তি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. স্বপন খান, সাবেক ছাত্রনেতা মো. হাবিবুর রহমান বেপারী, দোহার উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সম্পাদক মো. আসলাম উদ্দিন, যুবলীগ নেতা পবন মল্লিক, বিশিষ্ট সমাজ সেবক মাহবুব খান, মুক্তি ক্লিনিকের কর্মকর্তা ফয়েজ আল মামুন ও মো. মাহমুদুল হাসান তুষার, ভিশন ইম্পেরিয়ালের কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া, সমাজ সেবক আব্দুল মালেক দোহারী, ডেনটিস্ট মাসুদ রানা, দোহার-নবাবগঞ্জ প্রিমিয়ার লীগের আহবায়ক মো. জাহিদ হাসান, ক্রীড়া সংগঠক আবু নাঈম দোহারী, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমির পরিচালক নাহিদ হাসান সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালন করেন আউলিয়াবাদ চির সবুজ সংঘের সাধারণ সম্পাদক ডিএম সুরুজ ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম মোল্লা, মো. জোবায়ের হোসেন রুবেল, দেওয়ান জুয়েল, রাকিব খন্দকার, সুবোধ রাজবংশী
অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী সিডনি স্টোন কে একটি সুজুকি মটর সাইকেল এবং রানার্সআপ আরিতা প্রবাসী উন্নয়ন তহবিল কে নগদ চল্লিশ হাজার টাকা ও ট্রফি পুরস্কার দেয়া হয়।

আপনার মতামত দিন