দোহার-নবাবগঞ্জসহ দেশব্যাপী কোভিড ভ্যাকসিন দেয়ার নতুন নির্দেশনা

216

news39.net: দোহার-নবাবগঞ্জসহ দেশব্যাপী কোভিড ভ্যাকসিন দেয়ার নতুন নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা অনুসারে দোহার-নবাবগঞ্জের প্রত্যেক ইউনিয়নের যে কোন একটি ওয়ার্ডের একটি কেন্দ্রের ৩টি বুথ এবং দোহার পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের একটি কেন্দ্রের একটি বুথে টিকা দেয়া হবে। সুরক্ষা অ্যাপসের (surokkha.gov.bd) মাধ্যমে রেজিস্ট্রেশন ব্যতীত কাউকে ভ্যাকসিন দেওয়া যাবে না। ১৮ বছরের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

দোহারে যেসব স্থানে টিকা দেওয়া হবে
# ৮ ই আগস্ট নয়াবাড়ি, কুসুমহাটি, রাইপাড়া মাহমুদপুর ও বিলাসপুর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানসমূহঃ
 নয়াবাড়ী – অরংগবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় – প্রধান শিক্ষক – জামাল উদ্দিন –
০১৮৬৬ ২০ ৭৬ ৭৪
 কুসুমহাটি – শিলাকোঠা সরকারী প্রাথমিক বিদ্যালয় – প্রধান শিক্ষক – রেজাউল করিম –
০১৭২১ ৬২ ৪১ ০৫
 রাইপাড়া – ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয় – প্রধান শিক্ষক – একলাল উদ্দিন আহমেদ –
০১৭১৮ – ৩৬ ৬২ ৩৬
 জয়পাড়া – উত্তর জয়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় – প্রধান শিক্ষক – কল্যাণি ঘোষ –
০১৭৭১৮ ২৪ ৩৩ ৬৮
 সুতারপাড়া – ঘাটা ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় – প্রধান শিক্ষক – জাহাংগীর আলম –
০১৭১২ ৫৭৬৩০৪
 নারিশা – মালিকান্দা এন্ড মেঘুলা সরকারী প্রাথমিক বিদ্যালয় – প্রধান শিক্ষক (দায়িত্বে; প্রিন্সিপাল) অজয় কুমার রয় – ০১৭১৬ ৮৮০৩০৯
 মুকসুদপুর – মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয় – প্রধান শিক্ষক – আহসান উল্লাহ – ০১৭১৬ ৪৫৮৯২৯
 মাহমুদপুর – হোসেনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় – প্রধান শিক্ষক – মাহমুদা আক্তার – ০১৮২০১২৫৮৭১
 বিলাসপুর – পদ্মা উচ্চ বিদ্যালয়।

অন্য খবর  দোহারে নতুন ২৮ জন করোনায় আক্রান্ত

# ৯ ই আগস্ট মুকসুদপুর নারিশা সুতারপাড়া এবং দোহার পৌরসভার নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ।
সকাল ৯ টা থেকে দুপুর ১:০০ পর্যন্ত টিকা প্রদান চলবে।
**বৃদ্ধ মহিলা এবং অসুস্থ ব্যক্তিদের সকাল ৯ টা থেকে ১১ পর্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে এবং এর পরও কেউ আসলে তাকে টিকা দিতে হবে।

আপনার মতামত দিন