দোহারে ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ

1809

দোহার উপজেলার নারিশা বাজারে জুয়া খেলার সময় আট জুয়াড়িকে আটক করেছে দোহার থানা পুলিশ। গত ২৮ মার্চ মঙ্গলবার রাতে দোহার থানা ওসি সিরাজুল ইসলামের নেত্বতে একটি বিশেষ দল উপজেলার নারিশা বাজারে অভিযান চালিতে তাদেরকে আটক করে বলে জানা গেছে।

আটকৃতরা হলেন উপজেলার নারিশা গ্রামের সুবল দাস (৪০) পিতা নিতাই দাশ, আবুল হাসেম (৪০) পিতা বদন মল্লিক গ্রাম নারিশা পশ্চিমচর, মনির হোসেন (৩৯) পিতা দানেশ শেখ গ্রাম মেঘুলা, কবির হোসেন (৪০) পিতা সামসু শেখ গ্রাম মেঘুলা, অলি উসমান (৪০) পিতা আয়ুব আলী গ্রাম নারিশা,খলিলুর রহমান (৪৫) পিতা কিয়ামুদ্দিন গ্রাম নারিশা বেলতলা, স্বপন মিয়া (৪৫) পিতা মোর্শেদ বেপারী গ্রাম শিমুলিয়া, নাছির উদিন (৪৫) পিতা মুসলেম উদ্দিন গ্রাম নারিশা।

পুলিশ জানায়, ২৮ মার্চ মঙ্গলবার রাতে উপজেলার নারিশা বাজারের ইব্রাহিম মৃধার মার্কেট পেছনে জুয়া খেলার সময় তাদেরকে আটক করে পুলিশ। পরদিন ২৯ মার্চ বুধবার সকালে কোর্টে প্রেরণ করা হয়।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, মঙ্গলবার রাতে থানা পুলিশের একটি বিশেষ দল নিয়ে জুয়াড়িদের গ্রেফতার করি। তারপর নিয়মিত মামলায় গতকাল বুধবার সকালে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে”।

অন্য খবর  দোহারে করোনায় একজনের মৃত্যু

 

 

আপনার মতামত দিন