দোহারে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

868
নবাবগঞ্জে পূজা প্রস্তুতিমূলক সভা

দোহারে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩র অক্টোবর সকাল ১১ টায় দোহার উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

দোহার উপজেলা নির্বাহী অফিসার কে.এম. আল-আমিনের সভাপত্বিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার-নবাবগঞ্জ (ঢাকা-১) আসনের সংসদ সদস্য এডভোকেট সালমা ইসলাম এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন দোহার থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, সহকারি কমিশনার (ভূমি) সুফিয়া আক্তার পলি, বালাদেশ স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ, দোহার উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক অমিতাভ পাল অপু, নারিশা ইউনিয়ন পরিষদরে চেয়ারম্যান সালাউদ্দিন দ্বরানী, বিলাশপুর ইউনিয়ন পরিষদরে চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, মুকসুদপুর ইউনিয়ন পরিষদরে চেয়ারম্যান এম.এ. হান্নানসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

এ সময় এডভোকেট সালমা ইসলাম বলেন, “ধর্ম যার যার উৎসব সবার, সকল ধর্মের মানুষকে এক সাথে মিলে অসাম্প্রদায়িক দেশ গড়ার আহব্বান জানান তিনি। এ সময় দূর্গা পূজায় যেন কোন রকম অপ্রতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সংশিষ্ট সকলকে সর্তক থাকার নির্দেশ দেন। পরে রায়পাড়া ইউনিয়নের পূজা মন্ডপে যাওয়ার ভাঙ্গা রাস্তা তাৎক্ষণিক ভাবে সংস্কারের জন্য নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন”।

আপনার মতামত দিন