দোহারে ভ্রাম্যমাণ আদালতে ৩ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা অর্থদন্ড

1924

দোহারের জয়পাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে অর্থদন্ড করা হয়েছে। আজ ২৯ মে সোমবার সকাল ১১ টায় জয়পাড়া বাজারের আয়োজন শপিংমল, রেড-রিবণ শপিংমল এবং পালকি শপিংমলকে ভোক্তা অধিকার আইনে ১৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা অর্থদন্ড করে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম.আল-আমীনের ভ্রাম্যমাণ আদালত। এসময় উপস্থিত ছিলেন দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ, জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম কুদ্দুস প্রমুখ।

এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম.আল-আমীন বলেন, রমজানে দ্রব্য মূল্য জনগণের নাগালের মধ্যে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রয়োজনে ভবিষতেও তা অব্যাহত থাকবে।

আপনার মতামত দিন