দোহারে ভেজাল বিরোধী অভিযানঃ ২ প্রতিষ্ঠানকে জরিমানা

716

বৃহস্পতিবার ১৭ রমজান দোহারের মধ্য লটাখোলায় খাদ্য ভেজাল বিরোধী যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানকে নগদ ৩৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজেষ্ট্রেট আফরোজা আক্তার রিবা ও সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র ।সরেজমিনে মায়ের দোয়া বেকারি পরিদর্শন কালে দেখা যায় নৃত্য প্রয়োজনীয় খাবার অসাস্থ্যকর পরিবেশে তৈরি করছেন কেক, বিস্কুট,রুটি, ড্রেনেজ প্রভৃতি ।এ যেন নিয়ম নীতি ত্বোয়াক্ক না করেই চালাচ্ছেন বেকারি ।

বিএসটিআই অনুমোদন আছে কিনা? উত্তরে বেকারি মালিক জামাল কোন সঠিক উত্তর দিতে দিতে পারেনি ।তিনি জানান বেকারি ছেড়ে দিবো তাই কার অনুমোদন সংগ্রহ করিনি ।তার এই অপরাধের জন্য বিজ্ঞ বিচারক তাকে প্রথমে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন । পরে মানবিক দিক বিবেচনা করে ১৫ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয় ।

অধিকাংশ মিষ্টি ছিল নোংরা ও মেয়াদ উর্ত্তীণ হওয়ায় মা মিষ্টান্না ভান্ডারকে ২০ হাজার টাকা নগদ অর্থদন্ড প্রদান করেন সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র । খাদ্য ভেজাল বিরোধী নিয়ন্ত্রন আইনের আওতায় তাদের উভয়কে অর্থদন্ড দিয়ে সর্তক করেছেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক ।

আপনার মতামত দিন