দোহারে বালু ব্যবসায়ীর অর্থদন্ড

448

দোহারে জামাল(৩৯) নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. আল-আমীনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল ১৪ই জুন বেলা ২টার দিকে বালু ব্যবসায়ী জামালকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর১৫(১) ধারায় এ অর্থদন্ড প্রদান করা হয়। মাহমুদপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় এই দণ্ড দেয়া হয়।

জামাল কুসুমহাটী ইউনিয়নের চরকুশাই গ্রামের আকবর মাস্টারের ছেলে।

আপনার মতামত দিন