দোহারে পুলিশি বাধায় বিএনপির ইফতার মাহফিল পণ্ড

1200

দোহারে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের সাংহাই নাইট চাইনিজ রেস্টুুরেন্টে এ আয়োজন করা হয়েছিল। এ সময় দলটির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা জানান, শুক্রবার সন্ধ্যায় শতাধিক নেতাকর্মী উপজেলা সদরের সাংহাই নাইট চাইনিজ রেস্টুুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলে একত্রিত হয়েছিলেন। সন্ধ্যা ৬টার দিকে দোহার থানা পুলিশের একটি দল রেস্টুুরেন্টে ঢুকে তাদের বেরিয়ে যেতে বলেন। না হলে তাদের গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়। ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান বানি বলেন, আমাদের শান্তিপূর্ণ অনুষ্ঠানে বাধা দেওয়া হয়েছে। এ সময় আমরা আতঙ্কিত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করি।

এ ব্যাপারেঞ্জানতে চাইলে দোহার থানার ওসি  সিরাজুল ইসলাম শেখ নিউজ থার্টিনাইনকে বলেন ” আমি ঢাকায় আছি পরে কথা হবে”।

 

আপনার মতামত দিন