গতকাল শনিবার দোহার উপজেলার মৈনটঘাটে নৌকায় পিকনিকের নামে মাদক সেবন করে অশ্লীলতা, কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি ও সাধারণ পর্যটকদের উত্যক্ত করার সময় দোহার থানার চর মাহমুদপুর পুলিশ ফাড়ি ২০ জনকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছে থাকা মদের বিভিন্ন খালি বোতল, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামাদি ইত্যাদি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এদের অধিকাংশই কিশোর বা বিশ বছর এর নিচে। এছাড়াও, বিভিন্ন অপরাধ কাজে জড়িত থাকার অপরাধে ৫ জনকে শিশু আইন-২০১৩ মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে। বিনোদনের নামে মাদকসেবন করে এই ধরনের কুরুচিপূর্ণ আচরণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই ভয়ংকর।
এবিষয়ে দোহার সার্কেলের এ এসপি আশরাফুল আলম বলেন, অভিভাবকদের নিকট অনুরোধ, আপনাদের সন্তান কোথায় যায়, কি করে, কাদের সাথে মিশে খোঁজ নিন, বন্ধু হয়ে ভালোমন্দ বিষয়গুলি বুঝান, প্রয়োজনে শাসন করুন। নৌকার মালিকদের নিকট অনুরোধ, আপনার নৌকাটি ভাড়া দেয়ার আগে কাদের ভাড়া দিচ্ছেন, তাদের বয়স, পেশা উদ্দেশ্য দেখে নিন, কোন ঝুকি আছে কিনা যাচাই করুন অন্যথা আপনার নৌকা জব্দ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, তাদেরকে আজকে মাদক দ্রব্য নিয়ন্তন আইনে নিয়মিত মামলা করে কোটে পাঠানো হয়েছে।