দোহারে নারী মাদক ব্যবসায়ীর কারাদন্ড

458

দোহারে মাদক ব্যবসায় জড়িত থাকার অপরাধে নাসিমা বেগম (৩৫) নামে এক নারীকে ৬ মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত।

জানা যায়, বুধবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইমরুল হাসানের আদালত এ সাজা দেন। নাসিমা উপজেলার মুকসুদপুর ইউনিয়নের বেথুয়া গ্রামের শেখ হিমন উরফে হিমন কানার স্ত্রী।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদ পেয়ে দোহার থানার ফুলতলা ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বেথুয়া গ্রামের হিমনের বাড়িতে অভিযান চালায়। এসময় ইয়াবা বিক্রিরত অবস্থায় নগদ ৭৮১৫টাকা ও ৬পিচ ইয়াবাসহ নাসিমা বেগমকে আটক করে থানায় আনে। গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাকে ৬মাসের কারানন্ড দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আপনার মতামত দিন