দোহারে ছাগলের ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

1173

ঢাকা জেলা দোহার উপজেলার ধীৎপুর এলাকায় ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মোঃ সুলতান মাহমুদ ( মানিক) (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সুলতান ধীৎপুর এলাকার বাসিন্দা মোঃ নুর আলম মোল্লার (৪০) এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৬( মে) দুপুর ২ টার সময় ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে অসচেতন থাকার কারণে পারিবারিক মৎস্য খামারের পাশে (নিরাপত্তা হীনতা)বিদ্যুৎস্পর্শ লেগে মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।

পরে, বাড়ির লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন সুলতান মৃত্যু বরণ করেছেন।

শেষে মাগরিবের পর জানাযা দিয়ে ধীৎপুর কবরস্থানে মৃত সুলতানের লাশ দাফন করা হয়।

সুলতানের অকাল মৃত্যুতে তার চাচা রফিকুল ইসলাম (২৪) বলেন, সুলতান এর মৃত্যুতে আমরা শোকাহত। এত অল্প বয়সে আমাদের কাদিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। এই মৃত্যু থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত মুসলিম যুবক ভাইয়েরা। দুনিয়াতে সিরিয়াল আছে কিন্তু চলে যাওয়ার কোন সিরিয়াল নেই। এখন থেকে আখেরাতের বাজার করতে হবে।
যে কোন কাজে সচেতন থাকার কথা আমাদের শিক্ষা দিয়েছেন ইসলাম। আমরা কখনো বিদ্যুতের তার ঝুঁকিপূর্ণ ভাবে কোথাও ফেলে রাখবো না। হতে পারে আপনার অসচেতনার কারণে একজন মানুষের প্রাণ চলে যাবে।

অন্য খবর  দোহারের বাঁশতলা আইডিয়াল স্কুলে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

তিনি আরো বলেন, থানায় থেকে লোক এসেছিল কিন্তু আমরা কোন অভিযোগ করি নাই।

আপনার মতামত দিন