দোহারে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

119

ঢাকার দোহার উপজেলায় জলবায়ু পরিবর্তন, আঘাত প্রতিরোধ, খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮-মে) সকাল সাড়ে ১০ টায় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে কর্মশালায় জলবায়ু পরিবর্তন, আঘাত প্রতিরোধ, খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়।

দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. বিল্লাল হোসেন,

এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার- ডা. হুসাইন মো. আল-আমিন, ডা. কাজী মো. ওমর ফারুক, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. ইসমাত জাহান লাকী, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আনোয়ার হোসেন-সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারী সহ সাংবাদিক বৃন্দ।

আপনার মতামত দিন