দোহারে করোনায় ১৬ জন পুলিশ সদস্যসহ একদিনে রেকর্ড ১৭ জন আক্রান্ত

320
করোনা

ঢাকা জেলার দোহার উপজেলায় করোনা সংক্রমনে আক্রান্তের সংখ্যা একদিনে রেকর্ড ১৭ জনে দাড়িয়েছে। এর মাঝে ১৬ জনই দোহার থানার পুলিশ সদস্য বলে জানা গেছে। দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেনের অফিসিয়াল ফেসবুক পোস্ট থেকে করোনা আক্রান্তদের সংখ্যাএর ব্যাপারে নিশ্চিত করা হয়েছে। আক্রান্ত আরেকজনের বাড়ি দুবলি বাজারে। সে দুবলি বাজারের একজন গ্রাম্য চিকিৎসক।

দোহারে করোনা ধীরে ধীরে মারাত্মক আকার ধারন করেছে। এরই মাঝে একদিনে রেকর্ড ১৭ জন করোনা পজেটিভের রিপোর্ট এলো। এর মাঝে আইন শৃঙ্গলা বাহিনী পুলিশের দোহার থানার ১৬ সদস্যেরই করোনা পজেটিভ এসেছে। এতে দোহারের স্বাস্থ্য ঝুকি কোন পর্যায় এসে দাড়িয়েছে তার একটা স্পস্ট প্রমান হয়ে দাড়িয়েছে।

এই ব্যাপারে দোহার থানা পুলিশ ও দোহার উপজেলা প্রশাসনের কোন বক্তব্য এখনও পাওয়া যায় নি।

আপনার মতামত দিন