দোহারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

99
দোহারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের ২০২২ সনের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এই এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান।

এসময় মো. মাহবুবুর রহমান শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল খালেক, সোলায়মান শরীফ, কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরীফ উদ্দিন, আওয়ামীলীগ নেতা শেখ শাহবুদ্দিন, শাজাহান মোল্লা, নারিশা ইউনিয়নের ইউপি সদস্য সিরাজুল ইসলাম,কাজী ফরহাদ হোসেন,মো. ফিরোজ খালাসী, ডা. শাহজাহানসহ মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত দিন