দোহারে একরামুল মুসলিমীন সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

111
দোহার

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নে একরামুল মুসলিমীন যুব সমাজ নামক সংগঠনের পক্ষ থেকে গরিব ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় মুকসুদপুর ইউনিয়নের যুবকদের নিয়ে গঠিত সংগঠন একরামুল মুসলিমীন ২য় দফায় প্রায় ৬০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। মুকসুদপুর ইউনিয়নের প্রবাসীদের অর্থ সহায়তা, এলাকার বিত্তবানদের সহায়তা ও মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নানের আর্থিক সহায়তায় গরিবদের মাঝে এ খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়। সামনে এ ধরনের খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির সদস্যরা।

করোনা ভাইরাসের কারনে সারা দেশের মত দোহারের নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো চরম বিপাকে পড়েছে। সরকার ঘোষিত লকডাউনের কারনে অনেকে কাজ হারিয়ে অনাহারে দিন যাপন করছে। তাই সামর্থ অনুযায়ী গরিবদের ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার এ উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানা গেছে।

উল্লেখ্য এর আগে ১ম ধাপে একরামুল মুসলিমীন যুব সমাজ সংগঠনের পক্ষ থেকে প্রায় ৬৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আপনার মতামত দিন