দোহারে আবারো এসএসসি ফলাফলে শ্রেষ্ঠত্ব ড্যাফোডিলস

1383

ঢাকার দোহার উপজেলার ড্যাফোডিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাসসহ সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ১১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাশ সহ ৯৩ জন জিপিএ-৫ পেয়েছে। ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা পাঁচবার এসএসসিতে পাস ও জিপিএ- ৫-এ সেরা হয় বিদ্যালয়টি। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এরশাদ হোসেন বলেন, আশা করি ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০০৩ সালে ঢাকার দোহার উপজেলার মইতপাড়ায় প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই বিদ্যালয়টি সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে।

এ ছাড়াও, বিদ্যালয়টি ২০০৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পিইসি পরীক্ষার ফলাফলে উপজেলার মধ্যে সেরা হয়। ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অষ্টম শ্রেণিতে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ এবং ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টানা পাঁচবার এসএসসিতে পাস ও জিপিএ-৫ এতে সেরা হয়। বিদ্যালয়টি গ্রামের একটি বিদ্যালয়ের এমন ধারাবাহিক সাফল্যে উপজেলাবাসী গবিত ও আনন্দিত।

এছাড়া এই বিদ্যালয়টি ছাড়াও দোহারের অন্যন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোর রেজাল্টও অনেক ভাল সাফল্য অর্জন করেছে বলে জানা যায় ।

আপনার মতামত দিন