জেএসসি পরিক্ষা: নবাবগঞ্জে অনুপস্থিত ২২৩ পরিক্ষার্থী

768
জেএসসি

ঢাকার নবাবগঞ্জে ৫টি কেন্দ্র শান্তিপূর্ণভাবে জেএসসি, জেডিসি ও কারিগরি শিক্ষা  পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার প্রথম পরিক্ষার দিন জেএসসিতে ৪৭৩২, জেডিসিতে ২১৫ ও কারিগরি শিক্ষায় ১৬৮জন পরিক্ষার্থী উপস্থিত ছিলেন। তিন বিভাগে ২২৩জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিটি কেন্দ্রের দায়িত্বে রাখা হয়েছে দু’জন প্রথম শ্রেণির সরকারী কর্মকর্তা। তাছাড়া কেন্দ্র নিরাপত্ত্বায় রাখা হয়েছে পুলিশ সদস্য।

সকালে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। এসময় তার সঙ্গে ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহমেদ বলেন, কেন্দ্রে ও ভেন্যু গুলো থেকে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আপনার মতামত দিন